ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৫ ওয়ারেন্টভুক্ত আসামী আটক হয়েছে আর এই ঘটনা সাতক্ষীরার কলারোয়া। শুক্রবার ভোর রাতে থানা পুলিশ তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করে।
শুক্রবার সকালে থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব, মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নিদের্শনায় ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির এবং পুলিশ পরিদর্শক তদন্ত মো. জেল্লাল হোসেনের নেতৃত্বে এসআই ফরিদ হোসেন, এসআই কে এম রেজাউল করিম, এসআই রুবেল আহমেদ, এএসআই জসিম উদ্দিন, এএসআই নুরুজ্জামান সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে উপজেলার কাঁকডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম(৩৩), কেড়াগাছি গ্রামের খায়রুল আলমের ছেলে আজিজুল ইসলাম (৪৮), গাড়াখালি গ্রামের আবুল হোসেনের ছেলে মিজানুর রহমান(৩৫), বাবসা গ্রামের আব্দুল বারীর ছেলে সাইফুল ইসলাম(২৪), কেসমত ইলিশপুর গ্রামের মৃত আ. মালেকের ছেলে শেখ বিল্লাল হোসেন(৩২)কে তাদের নিজ নিজ বাড়ী থেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।