ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় নাদিম হায়দার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ আর এই ঘটনা গাজীপুরে। শুক্রবার রাতে তাকে টঙ্গী পশ্চিম থানা এলাকার বড় দেওড়া থেকে গ্রেফতার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব, জাকির হাসন জানান, টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া এলাকার হালিম হায়াদারের ছেলে নাদিম হায়দার স্থানীয় কিছু যুবক ও কিশোরদের নিয়ে একটি গ্রুপ তৈরি করে প্রভাব বিস্তারসহ এলাকায় ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। এর ধারাবাহিকতায় গত ১৪ এপ্রিল টঙ্গীর বড় দেওড়া মণ্ডল মার্কেটের সামনে থেকে আব্দুল জলিল নামে একজন রাজমিস্ত্রিকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে পরিবারের নিকট পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী মোসাম্মৎ মাসুদা বেগম বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে ওসি জনাব, মো. শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ রাতভর অভিযান চালিয়ে বড় দেওড়া থেকে তাকে গ্রেফতার করে। অপহরণের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।