সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:১৫

এলপিজির দাম ঘোষণা ১২ এপ্রিল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এলপি গ্যাসের দাম নির্ধারণের জন্য গত ১৪ জানুয়ারি বিক্রয়কারী কোম্পানিগুলোর দাম নিয়ে গণশুনানি করে বিইআরসি। বিইআরসির আইন অনুযায়ী শুনানির ৯০ দিনের মধ্যে আদেশ দেওয়ার নিয়ম। সেই হিসেবে ১৪ এপ্রিল শেষ হচ্ছে সময়। কমিশন তার আগে ১২ এপ্রিল দামের ঘোষণা দিতে চায়। তখন কমিশন এও জানায়, এই দাম সবসময় এক থাকবে না। আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতিমাসেই সমন্বয়ের চিন্তা করা হচ্ছে।
কমিশনের এক সদস্য জানান, আমাদের আইন অনুযায়ী গণশুনানির পর ৯০ দিনের মধ্যে দামের আদেশ দেওয়ার নিয়ম। সে অনুযায়ী কাজ করছি। সব গুছিয়ে এনেছি। এখন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষা। তিনি জানান, যেহেতু ১৪ তারিখ সরকারি ছুটি, পরদিন থেকে রমজান শুরু। তাই এর আগে ১২ এপ্রিলেই ঘোষণা দিতে চাই আমরা।
এদিকে দাম কেমন হবে অথবা কবে থেকে কার্যকর হবে সে বিষয় তিনি বলেন, দাম সবার দিক বিবেচনা করে ঠিক করা হয়েছে। তবে কবে থেকে কার্যকর হবে তা নিয়ে এখনও আলোচনা করছি। কেউ বলছেন ১ তারিখ থেকেই, কেউ বলছেন ঘোষণার দিন থেকে হলেই ভালো।
বিইআরসি জানায়, সাধারণত সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী দেশে এলপিজির দাম নির্ধারিত হয়। এবারও তাই হবে। তবে তা নিয়ন্ত্রণ করবে বিইআরসি।