শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৪

জরিমানা কয়েকটি প্রতিষ্ঠানকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেহেরপুরের গাংনীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব, মোহাম্মদ মামুনুল হাসান এবং অভিযান চলাকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।