ডেইলি ক্রাইম বার্তা : ইয়াবাসহ এক নারী কে বরিশাল নগরীর পলাশপুর থেকে আটক করেছেন বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশ। অভিযান পরিচালনা করে আখি বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আখি বেগম বরিশাল নগরীর মৃত রাজিব হাওলাদারের মেয়ে। গোয়েন্দা শাখার এস আই মোঃ রাহাতুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন ০৫ নং ওয়ার্ডস্থ দক্ষিণ পলাশপুর ইসলাম নগর প্রথম লেনের একটি বসত ঘরের দক্ষিণ পাশের বেডরুমে অভিযান পরিচালনা করে আখি বেগমকে আটক করিলে তার তথ্যমতে ৭৭পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”