শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:২০

কয়েক কেজি গাঁজাসহ বরিশালে মাদক ব্যবসায়ী আটক।

ডেইলি ক্রাইম বার্তা : লাগেজ ভর্তি ১৪ কেজি গাঁজাসহ বরিশাল গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর গতকাল মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর এলাকার মৃত খালেক মোল্লার ছেলে দুলাল মোল্লা এবং বাবুগঞ্জের লোহালিয়া এলাকার মৃত কালু বেপারীর ছেলে বেল্লাল হোসেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশালের গৌরনদী মডেল থানার ওসি জনাব, মো. ইউনুস মিয়া এবং তিনি বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা”