শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:০৭

কোটি টাকার স্বর্ণের বারসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৯টি স্বর্ণের বারসহ চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা থেকে রুহুল আমিন নামে এক চোরাকারবারিকে আটক করেছেন বিজিবি। আটক রুহুল আমিন (২১) দামুড়হুদার উপজেলার দর্শনা পৌরসভার আজমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
গতকাল রবিবার (৮ ডিসেম্বর) উপজেলার ডুগডুগি বাজার থেকে তাকে আটক করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এ সব তথ্য জানান।
চুয়াডাঙ্গা ৬-বিজিবির অধিনায়ক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জনাব, সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, আটক আসামিকে দর্শনা থানায় হস্তান্তর এবং স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।