শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৪:১৬

অটোভ্যানচালকের আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রীর সাথে অভিমান করে গাইবান্ধার সাদুল্লাপুরে রায়হান মিয়া (৪০) নামের এক অটোভ্যানচালক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
আজ রবিবার (৮ ডিসেম্বর) সকালে রায়হানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।
রায়হান মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের মরহুম ছামছুল হকের ছেলে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, তাজ উদ্দিন খন্দকার বলেন, গতকাল শনিবার রাতে স্বাস্থ্যকমপ্লেক্স থেকে রায়হানের লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।