শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৪:০৭

রাইফেলসহ আটক কয়েকজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লং রেঞ্জ শুটিং রাইফেলসহ সুনামগঞ্জে বিজিবির বিশেষ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল জনাব, মো. সাইফুল ইসলাম চৌধুরী।
আটক ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া গ্রামের আবুল কালামের ছেলে মো. রাজু আহম্মেদ (২১), মো. আলতু মিয়ার ছেলে মো. জালাল মিয়া (২৩), নূর মোহাম্মদের ছেলে মো. রাসেল মিয়া (২৫)।
এ সময় ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর জনাব, গাজী মুহাম্মদ সালাহউদ্দিন, সহকারী পরিচালক জনাব, মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।