বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৪

অস্ত্রসহ বরিশালে ডাকাত আটক।

ডেইলি ক্রাইম বার্তা : ডাকাতির প্রস্তুতিকালে বরিশালের গৌরনদীতে দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করা হয়েছে। গৌরনদী মডেল থানা পুলিশের একটি টহল দল তাদের আটক করেন। আটককৃতরা হলেন, কালাম খান (৪৫), আকাশ বেপারী (২৫), উজ্জ্বল ফকির (৩৫), ফয়সাল খান (২৭), রুবেল মিয়া (২৬), সাইফুল ইসলাম (৩৫) ও টিপু খা (৪০)।
গতকাল সোমবার (৪ নভেম্বর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. ইউনুস মিয়া জানান, ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে টহল পুলিশের একটি দল ডাকাতির সরঞ্জামাদিসহ তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা”