বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:৫৫

নাশকতা করতে দেওয়া হবে না কুচক্রি মহলকে : র‌্যাব ডিজি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জনাব, একেএম শহিদুর রহমান র‌্যাবের মহাপরিচালক এবং তিনি বলেছেন, সনাতন ধর্মালম্বিদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা ভালোভাবে কাটছে। বাকি দিনও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। কুচক্রি মহল গুজব ছড়িয়ে নাশকতা করার চেষ্টা করছে। তারা যেন নাশকতা করতে না পারে, এজন্য আমরা সর্বদা প্রস্তুত আছি।
গতকাল শুক্রবার নারায়ণঞ্জের মিশন পাড়ায় রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের সাইবার টিম এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী আছে তাদের সাইবার টিমও কাজ করতেছে। যাতে করে সাইবার ওয়ার্ল্ড ব্যাবহার করে গুজব ছড়িয়ে কেউ কোনো নাশকতা করতে না পারে।
এ সময় তার সঙ্গে আরও উপস্থি ছিলেন, রামকৃষ্ণ মিশনের উপদেষ্টা প্রবির কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) জনাব, প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব-১১-এর অধিনায়ক লেঃ কঃ জনাব, তানভীর মাহমুদ পাশা, র‌্যাব-১১ সহকারী পরিচালক মেজর জনাব, অনাবিল ইমাম, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব, তরিকুল ইসলাম।