ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নতুন নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ বিচারপতি শপথ নিয়েছেন। বুধবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জনাব, সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল জনাব, আজিজ আহমেদ।
নিয়োগ প্রাপ্ত বিচারকরা হলেন, জনাব, মো. গোলাম মর্তুজা মজুমদার, জনাব, সৈয়দ এনায়েত হোসেন, জনাব, মো. মনসুর আলম, জনাব, সৈয়দ জাহেদ মনসুর, জনাব, কে এম রাশেদুজ্জামান রাজা, জনাব, মো. যাবিদ হোসেন, জনাবা, মুবিনা আসাফ, জনাব, কাজী ওয়ালিউল ইসলাম, জনাবা, আইনুন নাহার সিদ্দিকা, জনাব, মো. আবদুল মান্নান, জনাবা, তামান্না রহমান, জনাব, মো. শফিউল আলম মাহমুদ, জনাব, মো. হামিদুর রহমান, জনাবা, নাসরিন আক্তার, জনাবা, সাথিকা হোসেন, জনাব, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, জনাব, মো. তৌফিক ইনাম, জনাব, ইউসুফ আব্দুল্লাহ সুমন, জনাব, শেখ তাহসিন আলী, জনাব, ফয়েজ আহমেদ, জনাব, মো. সগীর হোসেন, জনাব, শিকদার মাহমুদুর রাজী, জনাব, দেবাশীষ রায় চৌধুরী।