ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানা (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছেন পুলিশ, আর এ ধর্ষণের ঘটনা চুয়াডাঙ্গার দামুড়হুদায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদ রানার বাড়ি দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নে। ছাত্রীটির মা বাদী হয়ে গতকাল সকালে দামুড়হুদা মডেল থানায় মাসুদ রানাকে আসামি করে মামলা করেন।
পুলিশ জানায়, মাসুদ রানাকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভুক্তভোগী মেয়েটির ডাক্তারি পরীক্ষা (এমসি) করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আলমগীর কবির বলেন, থানায় মামলা দায়েরের পরপরই থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান আসাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালান। পাশের জেলা মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।