ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ীতে হানু শেখ (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ।
উপজেলার মহাদান ইউনিয়নের হোসনাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে হানু শেখকে গ্রেপ্তার করেন পুলিশ। হানু শেখ ওই এলাকায় মৃত মহর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হোসনাবাদ এলাকার মৃত মহর শেখের ছেলে হানু শেখ।
বাড়ির পাশে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক কিশোরী হানু শেখের বাড়িতে আসে ঘুরতে। বাড়িতে লোকজন না থাকায় হানু শেখ প্রতিবন্ধী ওই কিশোরীকে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়িতে এসে ইশারায় তার মাকে ঘটনা খুলে বলেন।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় হানু শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি জনাব, মুশফিকুর রহমান বলেন, প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করে ওই কিশোরীর মা। পরে অভিযান চালিয়ে ধর্ষক হানু শেখকে আটক করেন পুলিশ।
মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।