ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক হাজার শীতবস্ত্র বিতরণ করলো ঢাকা রাজধানীতে বরিশাল বিভাগ সমিতি, ঢাকা। গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে দরিদ্র-অসহায় শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি জনাব, নিজামুল হক নাসিম বলেছেন, ঢাকা রাজধানীসহ সারাদেশে শীতের তীব্রতা বাড়ছে। কনকনে শীতে জবুথবু প্রায় সারা দেশের মানুষ। দরিদ্র-অসহায় মানুষেরা শীতে বেশি কষ্ট পাচ্ছেন। আমরা সাধ্যমতো সহযোগিতা করবো। এক্ষেত্রে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বরিশাল বিভাগ সমিতি, ঢাকা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু বলেন, বরিশাল বিভাগ সমিতি, ঢাকা সব সময় মানব সেবায় নিয়োজিত। দেশের যেকোনো দুর্যোগে এই সমিতি এগিয়ে আসে। দরিদ্র-অসহায় মানুষের মাঝে অতীতেও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, এখনো করা হচ্ছে।
বরিশাল বিভাগ সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক ব্যাংকার মো. আবদুছ ছোবাহান বলেন, যারা বিত্তশালী আছেন তাদেরকেও শীতবস্ত্র বিতরণ করার অনুরোধ জানান তিনি। বরিশাল বিভাগ সমিতি, ঢাকা’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল সারাদেশে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তীব্র শীতে ভাসমান, ছিন্নমূল ও শ্রমজীবী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতালগুলোতেও বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এ অবস্থায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগ সমিতি, ঢাকা’র সহসভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব ড. জনাব, জ্ঞানেন্দ্র বিশ্বাস, সহসভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত উল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব জনাব, শামসুল আরেফিনসহ কার্যকরী পরিষদের সদস্যরা।