মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৭:০১

কয়েক লাখ টাকা হাসপাতাল ও ক্লিনিককে জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১১টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিককে নানা অনিয়মের অভিযোগে ৫ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত, আর এ ঘটনা চাঁদপুরের হাজীগঞ্জে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত হাজীগঞ্জ বাজারে পৃথকভাবে এসব বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইউএনও জনাব, তাপস পাল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, এসিল্যান্ড জনাব, মেহেদী হাসান মানিক। এ সময় তাদের সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নঈম।
এই অভিযানে সরকারি প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ছাড়াও থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান সম্পর্কে চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাহাদাৎ হোসেন বলেন, স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে সারা দেশের মতো চাঁদপুরেও এমন অভিযান অব্যাহত থাকবে।