বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৮:২৪

দাম বেড়েছে পেঁয়াজের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কেজিতে দাম বেড়ে ভালোমানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
বুধবার (১ নভেম্বর) ঢাকা রাজধানীর মগবাজার, মতিঝিল, মুগদা, রামপুরা, মিরপুরের বিভিন্ন এলাকার বাজার থেকে দামের এ তথ্য পাওয়া গেছে।
আকার ও প্রকারভেদে ৫ থেকে ১০ টাকা দামের পার্থক্যে বিক্রি হচ্ছে পেঁয়াজ।
মগবাজারে পেঁয়াজ বিক্রেতা আলামিন জানান, ছোট আকারের দেশি পেঁয়াজ ১৪০ টাকা, আর আকারে বড় চকচকে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। দুইদিন আগে এসব পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা। এক সপ্তাহে আগে বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকা। তার হিসাবে গত ৫ দিনে গড়ে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকায়।