বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৯:০৩

ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে পরিচালিত আজ রবিবারের সব ধরনের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে হরতালের কারণে। এই কমিটি রাষ্ট্রীয় মালিকানার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার দায়িত্ব পালন করে।
গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জনাব, মো. মেজবাউল হক এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অনিবার্য কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটির রবিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, হরতালের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। যাতে পরীক্ষা দিতে এসে কারো ক্ষয়ক্ষতি না হয়।