শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ২:০৪

বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল দুইজনের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘাস কাটতে গিয়ে পাবনার চাটমোহরে পুকুরপাড়ে বিদ্যুতায়িত হয়ে শামীম হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করতে গিয়ে একইভাবে নিহত হয়েছেন পুকুরের মালিক মৎস্য ব্যবসায়ী হামিদুল ইসলাম (৪৫)।
গত শুক্রবার (১৩ অক্টোবর) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বেজপাড়া গ্রামে সকাল থেকে দুপুরের মধ্যে কোনো এক সময় মারা যান শামীম। আর শনিবার (১৪ অক্টোবর) বিকেলে মৃত্যু হয় হামিদুলের।
খবর পেয়ে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে।
নিহত হামিদুল চাটমোহর উপজেলার বেজপাড়া গ্রামের মাহাতাব আলীর ছেলে। আর শামীম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জামতৈল গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি চাটমোহরের একই ইউনিয়নের কৈনুরা গ্রামে তার নানা শাজাহান আলীর বাড়িতে থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে শামীম তার নানার বাড়ি থেকে বিলে ঘাস কাটার উদ্দেশে বের হয়। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাতে বাড়ি না ফেরায় তার স্বজনরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিহত হামিদুলের স্বজনদের বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সেলিম রেজা জানান, হামিদুল বাড়ির পাশে পুকুরে মাছের চাষ করতেন। মাছ চুরি রোধে কৌশলে পুকুরপাড় দিয়ে বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে রেখেছিলেন। শামীম ওই পুকুর পাড়ে ঘাস কাটতে গিয়ে অসাবধনতাবশত সেখানে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে মারা যান। শনিবার সন্ধ্যার কিছু আগে নিজের পুকুর দেখতে গিয়ে শামীমের লাশ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করতে যান হামিদুল। এ সময় তিনিও একইভাবে সেখানে বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে মারা যান।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সেলিম রেজা বলেন, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে নিহত দুইজনের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে। আজ রবিবার পাবনা জেনারেল হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।