সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৯:২৮

চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল।
গ্রেপ্তাররা হলেন, খালেছ মাহামুদ ঈমান (২৪), মো. মাছুম (২৯), মিলন হোসেন (৪২), মো. সাগর দেওয়ান (৩৮) ও মো. মিজান (২৪)।
অভিযানে তাদের কাছ থেকে তিনটি চোরাই অটোরিকশা ছাড়াও পাঁচটি মুঠোফোনসহ নগদ ১৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-১০ জানিয়েছে, গ্রেপ্তাররা সবাই ব্যাটারিচালিত অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে সেগুলো ৫০ থেকে ৬০ হাজার টাকার বিনিময়ে বিক্রয় করতো।
র‌্যাব-১০ এর সদস্য বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পাশাপাশি তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছেন।