ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সুনীল রায় (৫০) নামে ঢাকা রাজধানীর পুরানো পল্টনের ফুটপাত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ। শুক্রবার (৪ আগস্ট) পল্টনের একটি ভবনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হাসান খান জানান, পল্টনের একটি ভবনের সামনের সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। রাত থেকেই ওই ব্যক্তি সেখানে ঘুমিয়ে ছিলেন। সকালে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
তিনি জানান, সুনীলের মোবাইলের মাধ্যমে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ধারনা করা হচ্ছে অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।