বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৭:৫৮

জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত নেত্রকোনায়।

ডেইলি ক্রাইম বার্তা : জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে নেত্রকোনার মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে। এ উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার জনাব, মোঃ শাহ আলম মিয়া। সভা পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার জনাব, মোহাম্মদ শাহানুর রহমান। এ সময় বিভিন্ন দপ্তরে কাজের গুণগত মান চিত্র প্রদর্শন করে দপ্তর ভিত্তিক তিন ক্যাটাগরিতে ২১ টি পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস পৌর মেয়র মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ মদন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ হেলাল উদ্দিন উপজেলা সাবেক ডিপুটি কমান্ডার গাজী ফেরদৌস তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান মাঘান ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মাসুদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম কর্মীগন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”