শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ৩:৫৫

দুইজন নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন বগুড়ায় ট্রাকের ধাক্কায়। দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।
বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কে বগুড়া শহরতলির ছাতিয়ানতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রাকান্দি গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবেয়া বেগম (২৬)।
আরেকজন অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধ।
বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা জামিনুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। ট্রাকটি শনাক্ত করতে চেষ্টা চালানো হচ্ছে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।