ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে নীলফামারীর সৈয়দপুরে এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল ৭টার দিকে মঙ্গলবার ৪ জুলাই সৈয়দপুর রেলস্টেশনের পশ্চিমে ওয়াপদা বাইপাস রেলক্রসিং থেকে এক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে এবং নিহত সাজিদ (১৮) সৈয়দপুর উত্তরা আবাসনের চাঁন মিয়ার ছেলে। সে শহরের একটি দোকানের কর্মচারী ছিল।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি জনাব, সাকিউল আযম জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি এক্সপ্রেস ট্রেন সৈয়দপুর রেলস্টেশনের পশ্চিমে ওয়াপদা বাইপাস এলে ওই যুবক ট্রেনে কাটা পড়ে মৃত্যু বরন করে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছেন।