ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বাসা থেকে ঢাকা রাজধানী দক্ষিণ বাড্ডায় সোহেলী আক্তার ওরফে সুইট (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। সুইট যশোর এমএম কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী ছিলেন।
মঙ্গলবার (৪ জুলাই) ভোর ৪টার দিকে বাড্ডা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। যশোরের চৌগাছা উপজেলার হাফিজুর রহমানের মেয়ে সুইট।
সুরতহাল প্রতিবেদনে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন মৃধা উল্লেখ করেন, এক মাস আগে দক্ষিণ বাড্ডায় একটি বাড়ির ৬ষ্ঠ তলায় ভগ্নিপতি গোলাম রব্বানী ও বোন নাজমুন নাহারের বাসায় বেড়াতে এসেছিলেন সুইট। রব্বানীর বাচ্চাকে দেখাশুনা করতেন তিনি। একটি ছেলের সাথে সুইট এর প্রেমের সম্পর্ক ছিল। সোমবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া করে তিনি নিজের রুমে ঘুমাতে যান। পরবর্তীতে মোবাইল ফোনে সেই ছেলের সাথে তার রাগারাগি হয়। এরপর রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।