বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৫১

পুকুর থেকে লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়ির পাশের পুকুর থেকে রাজশাহীর বাগমারায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে আজ শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠিয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ঝিকড়া ফৌজদারপাড়া গ্রামের পুকুরে রাবেয়া সুলতানা (২৫) নামের ওই গৃহবধূর লাশ পাওয়া যায়। তিনি একই গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে বাড়ির গোসল করার পাম্প বিকল হওয়ায় রাবেয়া পুকুরে গোসল করার জন্য যেতে পারেন বলে ধারণা করেন পরিবারের লোকজন। রাত সাড়ে ১০টার দিকে তাঁরা বাড়ির পাশের পুরোনো একটি পুকুরে গৃহবধূর স্যান্ডেল ভাসতে দেখেন। পরে পুকুরে নেমে রাবেয়াকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরঘাটের পানির নিচে তলিয়ে থাকা রাবেয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় চিকিৎসক গৃহবধূকে মৃত বলে জানান।