ডেইলি ক্রাইম বার্তা : চুরির অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জে চোর চক্রের সদস্য চার কিশোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে শনিবার রাতে পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে তাদের চোরাই মালামালসহ আটক করে স্থানীয়রা।
পরে চোরাই মালামালগুলো চিনতে পেরে উপজেলার শেওড়াতলী গ্রামের মো. গাজী রহমান বাদী হয়ে থানায় মামলা করেন।
আটকরা হলো- উপজেলার বড় বেথাম গ্রামের মো. মোহন খানের ছেলে মো. অনিক মিয়া (১৫), একই গ্রামের মো. মুক্তার হোসেনের ছেলে মো. শুভ মিয়া (১৫), মো. জমির উদ্দিনের ছেলে মো. রহিম মিয়া (১৪) ও পৌরশহরের টেংগাপাড়া এলাকার কাজী অফিস মোড়ের মো. উজ্জ্বল মিয়ার ছেলে মো. সুজন মিয়া (১৫)।
মোহনগঞ্জ থানার ওসি জনাব, মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”