বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৭:২২

খাদ্যগুদামে ধান-চাল-গম ক্রয়ের শুভ উদ্বোধন ফরিদপুরে।

ডেইলি ক্রাইম বার্তা : অভ্যান্তরীণ গম ও বোরো সংগ্রহ ২০২৩ এর আওতায় উপজেলার কৃষকদের নিকট থেকে ধান,গম,চাল ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলায়। ১ জুন বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকায় নগরকান্দা গাং জগদিয়া খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে ধান,গম,চাল ক্রয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,নগরকান্দা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবজাল হোসেন,খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নগরকান্দা এল এসডি শাহনেওয়াজ আলম সহ কৃষক, চাতাল মালিক উপস্থিত ছিলেন।
চলতি বছরে সংগ্রহের লক্ষ্যমাত্রা ধান – ১৮২.০০০ মে.টন তা স্থানীয় কৃষকদের নিকট থেকে ক্রয় করা হবে। চাল- ১৩৪.০০০ মে. টন উপজেলার ২(দুই)টি সচল হিমেল শান্ত রাইস মিল ও জামান রাইস মিল থেকে সংগ্রহ করবে। গম- ৫৯১.০০০ মে. টন সরাসরি কৃষকদের নিকট থেকে ক্রয় করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এছাড়া এসব কৃষক ও চাতাল ব্যবসায়ীদের একাউন্টের মাধ্যমে বিল পরিশোধ করা হবে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”