ডেইলি ক্রাইম বার্তা : থানা পুলিশের অভিযানে ফরিদপুরের নগরকান্দায় চোরাই মোবাইল এর আইএমইআই নম্বর পরিবর্তন করিয়া মোবাইল বিক্রয় চক্রের সক্রিয় ০৬ সদস্যকে ২৮ টি চোরাই মোবাইল, ০৩ টি ল্যাপটপ ও ০৪ টি মোবাইল সফটওয়ার ডিভাইসসহ নগরকান্দা থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করায় ২৭ মে শনিবার নগরকান্দা থানা পুলিশের উদ্যোগে প্রেস ব্রিফিং করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী ০৬ জন হলো-
১। সুরমান শেখ (৩৪), পিতা- শেখ পিরু, ২। রুহুল আমিন (২২), পিতা-শেখ হারুন, ৩। সুজন বিশ্বাস(২৪), পিতা-এনায়েত বিশ্বাস, ৪। মেহেদী হাসান (১৯), পিতা-মোকসেদ, ৫। শেখ শাহিন (১৯), পিতা-শেখ সামু, ৬। আল আমিন শেখ (২০), পিতা-শেখ আকতার।
উল্লেখ্য যে, ফরিদপুর জেলার পুলিশ সুপারের দিক নির্দেশনায় নগরকান্দা থানা সম্প্রতি বেশ কিছু চাঞ্চল্যকর ডাকাতি, খুন, চুরি মামলা উদঘাটন ও বিপুল সংখ্যক মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাদের এই কর্মতৎপর, পেশাদারিত্বের জন্য নগরকান্দা সর্বমহলে, নগরকান্দা থানার সুনাম সমৃদ্ধি হয়েছে। পুলিশ সুপারের নেতৃত্বে নগরকান্দা থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”