বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৭:৫৩

মৃতদেহ উদ্ধার এক ব্যক্তির।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লিয়াকত সরকার (৫০) নামে নাটোরের বড়াইগ্রাম থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মে) সকালে উপজেলার নগর ইউনিয়নের মনপিরীত এলাকায় বিলের মধ্যে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত লিয়াকত সরকার উপজেলার দোগাছি গ্রামের মৃত চয়েন উদ্দিন সরকারের ছেলে। মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল হাফপ্যান্ট, গা ছিল খালি।
বড়াইগ্রাম থানার ওসি জনাব, আবু সিদ্দিক জানান, সকালে স্থানীয়রা মনপিরীত এলাকার একটি খালের স্লুইস গেটের ধারে লিয়াকতের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানানো সম্ভব হবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।