ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি পরিবহন ও সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দিনাজপুরের বিরামপুরে দুই গাড়ির চালক নিহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) সকাল ৭টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নারীসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, দিনাজপুর জেলা প্রশাসক এ ঘটনায় নিহতদের ২৫ হাজার এবং আহতদের ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বিরামপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।