ডেইলি ক্রাইম বার্তা : নির্মম হামলায় ফরিদপুরের নগরকান্দায় ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নিলেন জনাব, শাহদাব আকবর লাবু চৌধুরী (এমপি)। জানা যায় ৯ এপ্রিল রাতে উপজেলার ডাঙ্গী ইউনিয়ন এর ডাঙ্গী নগরকান্দা ও বাঙ্গালকান্দা গ্রামে একটি সন্ত্রাসী বাহিনী ব্যাপক হামলা চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে ও ২০ টি বসত ঘর ভাঙচুর সহ দুইটি মাইক্রোবাস, দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে। ১২ এপ্রিল বিকালে ভুক্তভোগীদের খোঁজ-খবর নিতে ছুটে আসেন ফরিদপুর ২ আসের সংসদ সদস্য জনাব, শাহদাব আকবর লাবু চৌধুরী (এমপি)। এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম সহ স্থানীয় লোকজন। এসময় জাতীয় সংসদ সদস্য জনাব, শাহদাব আকবর লাবু চৌধুরী ক্ষতিগ্রস্থদের সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন এবং এলাকায় কোন সন্ত্রাসীর জায়গা হতে পারেনা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনকে অবগত করেন।
এ সময় ভুক্তভোগীদের সহ ডাঙ্গী ইউনিয়ন এর সাধারণ জনগণকে সেই সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”