বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৩

প্রকল্পের প্রভাব মূল্যায়ন সমীক্ষা শীর্ষক কর্মশালা বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : প্রভাব মূল্যায়ন সমীক্ষা বিষয়ক কর্মশালা কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের এবং এ প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপী বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক মোঃ আব্দুল মজিদ।
ক্রিয়েটিভ কনসালটেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে এলজিইডি বরিশালের সিনিয়র সহকারী প্রকৌশলী দেওয়ান মোঃ আব্দুস সবুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মুহাম্মদ শাহাদাত হোসাইন, এলজিইডির সিসিআরআইপি প্রকল্পের পরিচালক একেএম লুৎফর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপপরিচালক মোঃ নাজমুল হুসেইন খান, উপমা আক্তার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান। বক্তব্য রাখেন ক্রিয়েটিভ কনসালটেন্টস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান, প্রভাব মূল্যায়ন বিশেষজ্ঞ দলের প্রতিনিধি ড. এফ আই এম গোলাম ওয়াহেদ। কর্মশালায় প্রকল্পের অর্ধশতাধিক সুবিধাভোগী সদস্য অংশগ্রহণ করনে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”