শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৫

ডাকাত গ্রেপ্তার অস্ত্রসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশীয় অস্ত্রসহ টঙ্গী এলাকা থেকে ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। স্থানীয় শিলমুন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলো টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকার সোহাগ মিয়া (১৯), গাজীপুরের কাপাসিয়া উপজেলার তিলগুনিয়া গ্রামের হাসান রিয়াজ (১৮), কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা গ্রামের জিসান (১৯), শেরপুর জেলা সদর উপজেলার দুরিপাড়া গ্রামের নাহিদ (১৯), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার টিলাটিয়া গ্রামের সজিব (২৩), একই জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার বিরই (খালপাড়া) গ্রামের ইয়াছিন আরাফাত (২৩) এবং গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বান্দাগড়া গ্রামের আরিফ হোসেন (২২)।
টঙ্গী পুর্ব থানার ওসি জনাব, আশরাফুল ইসলাম জানান, কতিপয় অস্ত্রধারী বুধবার দিবাগত মধ্যরাতে টঙ্গীর শিলমুন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ সেখানে অভিযানে যায়। পরে ওই ৭জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৭ টি ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তারা স্বীকার করেছে রাত ১০টার পর স্টেশন রোড, নতুন বাজার, টঙ্গী এলাকায় মহাসড়কের উপর অবস্থান নিয়ে অস্ত্রের মুখে যাত্রী বা পথচারিদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণলংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিত। তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।