বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৮:৩২

সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নেত্রকোনায় বিজিবির এক সদস্য ও অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নেত্রকোনা- ময়মনসিংহ সড়কের সদর উপজেলার ঝাউসি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তিরা হলেন বিজিবির সদস্য সুমন চৌহান (৩২) ও অটোরিকশাচালক ওয়াসিম মিয়া (৩৫)। সুমন চৌহান এর গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের ডাকবাংলো এলাকায়। আর ওয়াসিম মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিংজানি গ্রামে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, খন্দকার শাকের আহমেদ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, দুজনের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানের চালককে আটকের চেষ্টা চলছে।