ডেইলি ক্রাইম বার্তা : পবিত্র বাৎসরিক ওরস মোবারক পালিত হয়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের ভাজনকান্দা খাঁন মঞ্জিলে। ১ এপ্রিল রোজ শনিবার বাদ আছর দোয়া মাহফিল শেষে রোজাদারদের মাঝে ইফতারের সময় তবারক বিতরণ করা হয়। আরজগুজারে ছিলেন
মোহাম্মদ ওহিদ খান, শহীদ খান তরিকায়ে কাদেরিয়্যা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আঃ। দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মানবতার সহযোগী শাহীন শরীফ সহ স্থানীয় রোজাদারগন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”