ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ, আর এ ঘটনা কুড়িগ্রামের ফুলবাড়ীতে। তার নাম মিম আক্তার (২০)। তিনি ওই গ্রামের রিপন মিয়ার স্ত্রী।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফুলবাড়ী থানার এসআই এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।