শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ১:৫৫

শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত আটক।

ডেইলি ক্রাইম বার্তা : দক্ষিণ বিলনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী (৮) কে প্রতিবেশী চুন্নু কর্তৃক শ্লীলতাহানির ঘটনায় চুন্নু কে আটক করে নগরকান্দা থানা পুলিশ, আর এ ঘটনা ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের।
প্রতিবেশী মতিন মোল্লার স্কুল পড়ুয়া মেয়েকে লোভ দেখিয়ে চুন্নু তার ঘরের ভিতর ডেকে নেয় এবং তাকে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় বাড়ির লোকজন বিষয়টি জানতে পারে এবং নগরকান্দা থানা পুলিশকে জানালে নগরকান্দা থানার (সেকেন্ড অফিসার)এস আই আক্কাস অভিযান চালিয়ে এঘটনায় জড়িত চুন্নু কে আটক করে থানায় নিয়ে আসেন। স্থানীয় লোকজন জানান চুন্নু ফরিদপুর কৃষি কলেজের পাশে তাদের বাড়ি ছিলো সেখান থেকে বিলনালিয়া গ্রামে বিয়ে করে এবং নদীর ওই পাড় দক্ষিণ বিলনালিয়া চারঘাটে সরকারি জায়গা কিনে বাড়ি করে প্রায় ৫ বছর ধরে বসবাস করছেন। বর্তমানে চুন্নুর স্ত্রী বিদেশে আছেন। চুন্নুর একটি মেয়ে নানা বাড়ি থেকে পড়াশোনা করে, বাড়িতেই চুন্নু একা থাকেন। ছাত্রীর পরিবার থেকে নগরকান্দা থানায় একটি অভিযোগ দেন এবং আটক চুন্নুকে আদালতে প্রেরন করা হয়েছে। এস আই আক্কাস বলেন শিশুকে ধর্ষনের চেষ্টার খবর পেয়ে চুন্নু কে আটক করে থানায় আনা হয়েছে এবং মেয়ের পক্ষ থেকে অভিযোগ করার পর তাকে মঙ্গলবার কারাগারে প্রেরন করা হয়েছে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”