শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ৩:৩৩

উগ্রবাদ প্রতিরোধে নেত্রকোনায় দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : সোমবার জেলা শহরের মোকারপাড়া পাবলিক হল মিলনায়তনে নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আর্ন্তজাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্পের আওতায় উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনায়।
পুলিশ সুপার জনাব, মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব, হারুন অর রশিদের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক জনাবা, অঞ্জনা খান মজলিশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান। অন্যানোর মধ্যে বক্তব্য দেন- কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম তুহিন মাস্টার, চল্লিশা ইউপি চেয়ারম্যান মাহাবুব উল মজিদ, মদনপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ফারাস দীলিপ প্রমুখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”