শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ৩:১৩

আগুন লাগিয়ে পালানোর সময় আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আগুন লাগিয়ে পালানোর সময় রোহিঙ্গা ক্যাম্পে ২০ রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব সদস্যরা। রবিবার (৫ মার্চ) রাতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মরিচ্যা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক জনাব, মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক রোহিঙ্গারা হচ্ছেন, বশির আহম্মদ, সাব্বির হোসেন, আবুল মনসুর, নজু মিয়া, আয়াছ, নূর মোহাম্মদ, সলিম উল্লাহ, আবু তাহের, সোনা আলী, সায়দ, আলী হোসেন, রশিদ আহম্মদ, সাইদুর রহমান, সৈয়দ হোসেন, আমীর হোসেন, রশিদ উল্লাহ, আমান উল্লাহ, আব্দুর রহমান, আব্দুল হামিদ ও সেলিম। তারা সবাই কুতুপালং, থ্যাইংখালীসহ বিভিন্ন ক্যাম্পে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিল।
র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক জনাব, আবু সালাম চৌধুরী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে পালানোর উদ্দেশ্যে একদল রোহিঙ্গা উখিয়ার মরিচ্যা বাজার গরুর হাটে জড়ো হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা গরু বাজার এলাকায় অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ২০ রোহিঙ্গাকে আটক করা হয়।