বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৭:৪৬

জুয়া খেলার সময় জুয়াড়ি আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জুয়ার আসর থেকে গাজীপুরে ১৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় নগদ টাকা, তাসসহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন জিরানীর পশ্চিম পানিশাইল এলাকার একটি ঘর থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার রাতে জিএমপি’র সহকারি কমিশনার জনাব, আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারি কমিশনার জনাব, আসাদুজ্জামান জানান, বুধবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন জিরানীর পশ্চিম পানিসাইল এলাকার রুবেল হোসেনের একটি ঘরে বসে কিছু লোক জুয়া খেলছে। এই গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই ঘরের মালিকসহ ১৯ জন জুয়াড়িকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৭ হাজার ৬শ’ টাকা ও বেশকিছু তাসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, রুবেল হোসেন (৩৬), হালিম (৩০), হুমায়ুন মিয়া (২৮), সাইদুল ইসলাম (২৩), রমজান আলী (৪৫), সাগর বাদশাহ (২৫), রাকিব সরকার (২৫), সজীব খান শান্ত (২৫), মশিউর রহমান (৪০), রিয়াজ (২২), আশরাফ আলী আকাশ (২৮), মাসুদ (২৬), হৃদয় (২৫), জাহিদুল ইসলাম (৩০), উজ্জল হোসেন (৩৫), আলমাছ মিয়া (৪০), সোহাগ হাসান (২২), মিজানুর রহমান(৪৮) ও আশরাফ (৪০)।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।