বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৭:৩১

চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের কুমিল্লার লাকসামে চার চোর চক্র সদস‍্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেছে। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দৌলতপুর গ্রামের মৃত রতন মিয়ার ছেলে আলাউদ্দিন রাফি (২৫), লামচর তালতলা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মো. শান্ত (২০), একই গ্রামের মো. আবদুল হাইয়ের ছেলে মো. রিয়াদ (২২) এবং সোনাইমুড়ি উপজেলার ছোট কেগনা গ্রামের মো. আলী আকবরের ছেলে সোহাগ ওরফে হৃদয় (২৩)।
বুধবার (১ ফেব্রুয়ারি) লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. মেজবাহ উদ্দিন ভূঁঞা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন।