ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পরিত্যাক্ত অবস্থায় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ভারতীয় ছয়টি এয়ারগান উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার রাতে দর্শনার ফুলবাড়ী সীমান্তের বেদেপোতা মাঠ থেকে এয়ারগানগুলো উদ্ধার করেন বিজিবি। তবে তখন দুই পাচারকারী পালিয়ে যায়। এ ঘটনায় দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক জনাব, শাহ মো: ইশতিয়াক জানান, ভারত থেকে অবৈধ ভাবে অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
ফুলবাড়ী বিওপির নায়েব সুবেদার ফারুক হোসেন সীমান্তের ৮৬ নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছিল। এ সময় ভারত থেকে দু’জন মাথায় করে কার্টুন নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টুন ফেলে পালিয়ে যায়। কার্টুনের মধ্য থেকে ছয়টি ভারতীয় অত্যাধুনিক এয়ারগান উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, সীমান্তে বিজিবির এ ধরনের টহল অব্যাহত থাকবে। বিজিবির সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে।