বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৭:৫৮

হাসপাতালে মৃত্যু দুর্ঘটনায় আহত যুবকের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় আহত ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জালাল (৪০) স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত জালাল মুন্সীগঞ্জ সদর থানাধীন আশুতোষ গ্রামের আবেদ আলীর ছেলে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় সোমবার রাতে জালালকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়েছে। লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব, মোহাম্মদ শাহজামান জানান, সড়ক দুর্ঘটনার একটি মৃত্যু সংবাদ আমরা পেয়েছি। নিহত যুবক সোমবার রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘুরিয়া বটতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যায়। লাশের সুরতহালের জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ ও ঘাতকের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।