শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৯

শিশুর অভিমানে আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সৎ মায়ের সঙ্গে অভিমান করে ময়মনসিংহের গফরগাঁওয়ে হাবিব (৯) নামে এক শিশুর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
রোববার বিকালে পৌর শহরের ৬নং ওয়ার্ডের শিবগঞ্জ রোড ১ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
হাবিব পৌর শহরের ৬নং ওয়ার্ডের শিবগঞ্জ রোড ১ নম্বর গলির নাজমুল মিয়ার (৩৮) ছেলে। সে শিবগঞ্জ রোড মোহাম্মদিয়া কওমি মাদ্রাসার ছাত্র।
স্থানীয়রা জানায়, নাজমুল মিয়া দীর্ঘদিন যাবত পৌর শহরের শিবগঞ্জ রোডের ১ নম্বর গলিতে বসবাস করেন। তার তিন সন্তান। তিন সন্তানের সবার ছোট হাবিব। তার প্রথম স্ত্রী ছোট সন্তান জন্মের পরপরই তিন সন্তান রেখে সংসার ত্যাগ করে চলে যান। নাজমুল মিয়া এরপর দ্বিতীয় বিয়ে করেন। সেই ঘরে কোনো সন্তান নেই।
গফরগাঁও থানার ওসি জনাব, ফারুক আহম্মেদ বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে- ৯ বছর বয়সী শিশু হাবিব সৎ মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।