বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:০৪

এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে।

ডেইলি ক্রাইম বার্তা : কেক কেটে ও নানান আয়োজনের মধ্য দিয়ে বরিশালে এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯ জানুয়ারী সকাল ১১টার সময় বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডস্থ এসএ টিভির অস্থায়ী কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় এসএ টিভির বরিশাল ব্যুরো প্রধান মুজিব ফয়সাল আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের শুরুতে অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব, আবু আহমদ আল মামুন এসএ টিভির সাফল্য কামনা করে স্বাগত বক্তব্য প্রদান করেন। এসএ টিভি বিগতদিনের মতো ভবিষ্যতেও দেশ ও জনগণের কথা বলবে, দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে তিনি এ প্রত্যয় ব্যক্ত করে উত্তোরাত্তোর সাফল্য কামনা করেন।
কেক কাটা অনুষ্ঠানের পূর্বে বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) জনাব, ওয়াহিদুল ইসলাম বিপিএম এসএ টিভির সাফল্য কামনা করে বক্তব্য প্রদান করেন। এসএ টিভি বিগতদিনের মতো ভবিষ্যতেও দেশ ও জনগণের কথা বলবে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে তিনি এসএ টিভির সাফল্য কামনা করেন। এসময় তিনি এসএ টিভির বরিশাল ব্যুরো প্রধান মুজিব ফয়সালকে শুভেচ্ছা জানান।
কেক কাটা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পিপিএম জনাব, মোঃ শাহজাহান হোসেন, বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিম কমিশনার (উত্তর) জনাব, মোঃ জাকির হোসেন মজুমদার, মুক্তিযোদ্ধা (বীর প্রতিক) কেএসআই মহিউদ্দীন মানিক, বরিশাল মেট্টোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ (বরিশাল) প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, যায়যায়দিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমানসহ স্থানীয় সুশীল সমাজ এসএ টিভির সাফল্য কামনা করেন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”