ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাসপোর্ট করতে আসায় কুড়িগ্রামে দুই নারী রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোর্পদ করেছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্পের বালুখালি-১এর ডি ব্লকের খুরশিদা আক্তার (১৯) এবং অপরজন ২৭ নম্বর ক্যাম্পের ব্লক-৯ এর হাসিনা আক্তার বেবি (১৮)।
কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোট অফিসের উপসহকারি পরিচালক জনাব, কবির হোসেন বলেন, তারা কুড়িগ্রামের জন্ম সনদ তৈরি করে পাসপোর্ট করাতে আসে। তাদের সঙ্গে কথাবার্তা মনে হয়েছে তারা রোহিঙ্গা। পরে তাদেরকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, খান মোহাম্মদ শাহরিয়ার জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন। সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে তারা অবৈধভাবে জন্ম নিবন্ধন করে পাসপোর্টের জন্য আবেদন করেন। ওসি আরও বলেন তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।