বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৮:১১

ধর্ষণের কারনে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক প্রবাসীর স্ত্রী (২৫) নোয়াখালীর সেনবাগে গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেফতার করেছে।
রোববার বিকালে আসামিদের অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বীজবাগ ইউনিয়নের পশ্চিম কাজীরখিল গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুন কবির (৩০) ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে মো. সোহেল (২৮)।
পলাতক আসামিরা হলেন- উপজেলার পশ্চিম কাজীরখিল গ্রামের ফকির উদ্দিনের ছেলে মো. ইয়াসিন (৩২) ও মৃত শামসুল হকের ছেলে ইমন (২০)।
রোববার দুপুরে এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ চারজনকে আসামি করে নারীও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেন। এর আগে, বৃহস্পতিবার ৫ জানুয়ারি রাত ১০টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সেনবাগ থানার ওসি জনাব, ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। রোববার বিকালে দুই আসামিকে গ্রেফতার করা হয়। অপর আসামিদের পুলিশ গ্রেফতারে অভিযান চালাচ্ছে। গ্রেফতারকৃত আসামিদের সোমবার নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।