বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৮:১৫

ঝুলন্ত লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দশম শ্রেণির এক ছাত্রীর পাবনার চাটমোহর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চাটমোহর থানা পুলিশ। নিহত স্কুলছাত্রীর নাম কনক জাহান আঁখি (১৪)।
বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত স্কুলছাত্রী আফ্রাতপাড়া মহল্লার আল কামাল হোসেনের মেয়ে এবং পাবনা আদর্শ গার্লস হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।
বুধবার আঁখিকে বাসায় রেখে তার সৎ মা ছোট ভাই-বোনদের নিয়ে স্কুলে যান। বিকেলে ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজার ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে স্বজনরা আঁখির ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে সন্ধ্যার পর লাশ উদ্ধার করে থানা পুলিশ।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, জালাল উদ্দিন জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য লাশটি পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।