শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ৩:৪৩

রেলওয়ের কারণে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পর্যটন নগরী কক্সবাজারের সার্বিক চিত্র পালটে যাবে, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ প্রকল্প বাস্তবায়নের পর। পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
দেশের উত্তর-দক্ষিণাঞ্চলের পর্যটকরা ট্রেনে সরাসরি কক্সবাজারে যেতে পারবেন। ট্রেনে পর্যটকদের আকৃষ্ট করতে ৫৪টি অত্যাধুনিক ট্যুরিস্ট কোচ কেনা হচ্ছে। সুপ্রশস্ত এসব কোচে বসে পর্যটকরা পাহাড়ঘেরা পথের প্রাকৃতিক দৃশ্য অনায়াসে দেখতে পারবেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প ১০২ কিলোমিটারের চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। স্বপ্ন এখন চূড়ান্ত বাস্তবায়নের পথে। প্রকল্পের অগ্রগতি ৯০ শতাংশ। আগামী জুনে প্রকল্পের কাজ শেষ হলে এ পথে সাধারণ ট্রেনের সঙ্গে ‘পর্যটন বিশেষ ট্রেন’ চলবে। এ জন্য বিশেষ সুবিধাযুক্ত আধুনিক ট্রেন আনা হচ্ছে। ২০২৩-২৪ সালে এসব ট্রেন ঢাকা-ভাঙ্গা, ঢাকা-যশোর রুটে যুক্ত হবে। ট্রেনগুলো ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম হয়ে কক্সবাজারে পৌঁছে যাবে।
রেলপথমন্ত্রী জনাব, নূরুল ইসলাম সুজন বলেছেন, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ সবচেয়ে আকর্ষণীয় রুট হবে। এ রুটে সাধারণ ট্রেনের সঙ্গে বিশেষ পর্যটন ট্রেনও আমরা চালাব। এ জন্য অত্যাধুনিক কোচ সংগ্রহ করা হচ্ছে। উত্তর-দক্ষিণাঞ্চলের যাত্রীরাও খুব সহজে ট্রেনে কক্সবাজার যেতে পারবেন। সাধারণ মানুষ স্বল্প খরচ ও সর্বোচ্চ নিরাপত্তা ও সেবায় কক্সবাজারে যেতে পারবেন।